Breaking News
Home / সাধারণ / জুলাই মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসা কমেছে ১০.২৭ শতাংশ

জুলাই মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসা কমেছে ১০.২৭ শতাংশ

চলতি বছরের জুন মাসে রেকর্ড রেমিট্যান্স প্রবাহের পর জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে। জুলাইয়ে প্রবাসীরা ১ হাজার ৯৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, জুনে যার পরিমান ছিল ২ হাজার ১৯৯ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত এক মাসের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ কমেছে ২২৬ মিলিয়ন ডলার।

চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসা কমেছে ১০.২৭ শতাংশ।

গত বছরের জুলাইয়ের চেয়েও এ বছরের জুলাইয়ে রেমিট্যান্স কমেছে। গত বছরের  এই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৯৬ মিলিয়ন মার্কিন ডলার, এ বছর ১২৩ মিলিয়ন কমে তা হয়েছে ১ হাজার ৯৭৩ মিলিয়ন ডলার।

গত জুনে ঈদের কারণে প্রবাসীরা রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছিলেন। আর জুলাই মাসে সেই তুলনায় রেমিট্যান্স কম এসেছে।

বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে যে,  এই বছরের জুলাইয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১.৯৭ বিলিয়ন ডলার। আগের মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২.১৯ বিলিয়ন ডলার। তবে ঈদুল আজহার পরের মাস হওয়ায় রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা ।

গত জুন মাসে দেশে প্রায় ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আসে । তার আগে ২০২০ সালের জুলাই মাসে দেশে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মোতাবেক ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে মোট রেমিট্যান্স  এসেছে ২১.৬১ বিলিয়ন ডলার। যা কিনা আগের অর্থবছরের চেয়ে ২.৭৫ শতাংশ বেশি।  আর২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স আসে মোট ২১.০৩ বিলিয়ন ডলার।

About admin

Check Also

ঋণ খেলাপী হলে জামিনদাতাকেও দিতে হবে টাকা

এখন থেকে ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে কেউ ঋণ নিতে চাইলে তার গ্যারান্টর হতে …

DMCA.com Protection Status