Breaking News
Home / সাধারণ / দেশে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা ১,১৩,৫৮৬

দেশে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা ১,১৩,৫৮৬

দেশে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা ১,১৩,৫৮৬ টি

বাংলাদেশ মোট জনসংখ্যার মধ্যে ১,১৩,৫৮৬ টি ব্যাংকি হিসাবে ১ কোটির অধিক টাকা রয়েছে। সে হিসাবে দেশে কোটিপতী ব্যাংকি হিসাবের সংখ্যা ১,১৩,৫৮৬ টি। সম্প্রতি বাংলদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ১,১৩,৫৮৬ হিসাবধারীর হিসাবে ১কোটির বা এক কোটির অধিক টাকা জমা আছে। যা ব্যাংক খাতের মোট আমানতের ৪২.৩৫ শতাংশ। এই ১,১৩,৫৮৬  টি ব্যাংক হিসাবে মোট ৭ দশমিক ২৬ কোটি টাকা রয়েছে।

জুন ২০২৩ তারিখ নাগাদ ব্যাংকগুলোতে আমানতকারীর সংখ্যা ছিল ১৪ দশমিক ৫৯ কোটি আর আমানতের পরিমান ছিল ১৬ দশমিক ৮৭ কোটি টাকা। সেপ্টেম্বর ২০২৩ তারিখ নাগাদ দেশে ব্যাংকে আমানতকারীর সংখ্যা প্রায় ১৫ কোটি। তবে গ্রামীন এলাকায় ২২.৫৬ শতাংশ আমানত কমেছে আর শহুরে এলাকায় ৬.৩৭ শতাংশ আমানত বৃদ্ধি পেয়েছে।  ১৫ কোটি আমানতকারী ব্যাংকে প্রায় ১৭ কোটি টাকা আমানত জমা করেছে।

About admin

Check Also

ঋণ খেলাপী হলে জামিনদাতাকেও দিতে হবে টাকা

এখন থেকে ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে কেউ ঋণ নিতে চাইলে তার গ্যারান্টর হতে …

DMCA.com Protection Status