Breaking News
Home / বাংলাদেশ ব্যাংক সার্কুলার / ইচ্ছাকৃত ঋণ খেলাপীর সংজ্ঞা নির্ধারণ করলো বাংলদেশ ব্যাংক।

ইচ্ছাকৃত ঋণ খেলাপীর সংজ্ঞা নির্ধারণ করলো বাংলদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার ০৬ তারিখ ১২ মার্চ ২০২৪ মারফত ইচ্ছাকৃত ঋণ খেলাপীর সংজ্ঞা নির্ধারণ কওে দিয়েছে। সেই সঙ্গে ইচ্ছাকৃত ঋণ খেলাপী হলে কি কি  বাধার সম্মুখীন হতে হবে , তাও বলেছে কেন্দ্রিয় ব্যাংক। নিচে কেন্দ্রিয় ব্যাংক কর্তৃক প্রদত্ত ইচ্ছাকৃত ঋণ খেলাপীর সংজ্ঞা তুলে ধরা হলো।

ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতা বলতে  এমন কোনো খেলাপী ঋণ গ্রহীতা ব্যক্তি, প্রতিষ্ঠান বা কো¤পানীকে বুঝাবে যিনি বা যা- নিজের, তার পরিবারের সদস্যের, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানীর অনুকূলে কোনো ব্যাংক-কোম্পানী বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণ, অগ্রিম, বিনিয়োগ বা অন্য কোন আর্থিক সুবিধা বা এর অংশ বা এর উপর আরোপিত সুদ বা মুনাফা ,  সামর্থ্য বা যোগ্যতা থাকা সত্তে¡ও পরিশোধ করেন না; বা

যিনি বা যারা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে জালিয়াতি, প্রতারণা বা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিজের, তার পরিবারের সদস্যের, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানীর নামে ঋণ, অগ্রিম, বিনিয়োগ বা অন্য কোন আর্থিক সুবিধা গ্রহণ করেছেন অথবা

যিনি বা যারা , কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে যে উদ্দেশ্যে  তিনি ঋণ, অগ্রিম, বিনিয়োগ বা অন্য কোন আর্থিক সুবিধা গ্রহণ করেছিলেন সে উদ্দেশ্য ব্যতীত  তিনি অন্য কোন উদ্দেশ্যে উক্ত ঋণ, অগ্রিম, বিনিয়োগ বা আর্থিক সুবিধা বা এর অংশ ব্যবহার করেছেন তিনি ইচ্ছাকৃত ঋণ খেলাপী হবেন। তাছাড়াও যিনি বা যারা  ঋণ বা অগ্রিম এর বিপরীতে প্রদত্ত জামানত ঋণ বা অগ্রিম প্রদানকারী কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লিখিত পূর্বানুমতি ব্যতীত হস্তান্তর বা স্থানান্তর করেছেন তারাও ইচ্ছাকৃত ঋণখেলাপী হবেন।

About admin

DMCA.com Protection Status