Breaking News
Home / বাংলাদেশ ব্যাংক সার্কুলার / মেয়াদি ঋণের কিস্তি পুনঃনির্ধারণ করলো কেন্দ্রিয় ব্যাংক

মেয়াদি ঋণের কিস্তি পুনঃনির্ধারণ করলো কেন্দ্রিয় ব্যাংক

ঋণের সুদহার নির্ধারণ সংক্রান্ত ০৮ মে ২০২৪ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং-১০ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে ব্যাংক ঋণের সুদহার সম্পূর্ণরূপে বাজারভিত্তিক করার লক্ষ্যে ব্যাংকিং খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগান সাপেক্ষে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারণ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক জানায়, বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে SMART ভিত্তিক এবং বাজারভিত্তিক সুদহার

উভয়ক্ষেত্রে ০১ জুলাই ২০২৩ এর পূর্বের নির্ধারিত সুদহার অপেক্ষা অধিক হওয়ায় শিল্প প্রতিষ্ঠানসমূহ এবং ব্যক্তিক পর্যায়ে গৃহ নির্মাণ ঋণ গ্রহীতাগণের প্রদেয় কিস্তির পরিমাণ বৃদ্ধির কারণে কিস্তি প্রদানে গ্রাহকগণ সমস্যার সম্মুখীন হচ্ছেন মর্মে বাংলাদেশ ব্যাংক অবহিত হয়েছে। তাই, দেশের শিল্পায়ন ও রপ্তানির গতিধারা অক্ষুন্ন রাখা এবং সীমিত আয়ের ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধে সক্ষমতা বজায় রাখার নিমিত্তে বিদ্যমান মেয়াদি শিল্প ঋণ ও গৃহনির্মাণ ঋণের কিস্তির পরিমাণ বৃদ্ধি না করে মেয়াদ পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনার আবশ্যকতা রয়েছে। বাংলাদেশ ব্যাংক, তাই দেশের ব্যাংক কোম্পানীগুলোকে ০১ জুলাই ২০২৩ তারিখের পূর্বে বিতরণকৃত মেয়াদি শিল্প ঋণ (Industrial loan) এবং ভোক্তা ঋণের আওতায় প্রদত্ত গৃহ ঋণ (Housing Finance) এর কিস্তি আদায়ের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করেছেঃ

ক) বিআরপিডি সার্কুলার নং-১০/২০২৪ অনুযায়ী নির্ধারিত সুদহার আরোপযোগ্য হবে। তবে ০১ জুলাই ২০২৩ তারিখের অব্যবহিত পূর্বে ব্যাংক কর্তৃক নির্ধারিত কিস্তির পরিমাণ অপরিবর্তিত রেখে ঋণের কিস্তি আদায় করতে হবে;
খ) উপরোক্ত অনুচ্ছেদ নং-(ক) মোতাবেক কিস্তি আদায়ের নিমিত্ত প্রয়োজনীয় মেয়াদ বৃদ্ধি করা যাবে। এরূপ আদায়ের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করা হলে তা বিআরপিডি সার্কুলার নং-১৬/২০২২ এর আওতায় ঋণ পুনর্গঠন হিসেবে গণ্য হবে না;
গ) বেতনভোগী চাকুরিজীবীগণ কর্তৃক তাদের বেতনের বিপরীতে গৃহীত ঋণের ক্ষেত্রে উক্ত গ্রাহকের চাকুরি হতে অবসর গ্রহণের সময়সীমার মধ্যে ব্যাংক তাদের নিজস্ব বিবেচনায় ঋণের অর্থ পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে;

ঘ) ৩১ মার্চ ২০২৪ তারিখে অশ্রেণিকৃত রয়েছে এমন ঋণ হিসাবসমূহ উল্লিখিত সুবিধার আওতাভুক্ত হবে;
ঙ) কোনো রূপান্তরিত মেয়াদি ঋণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না; চ) বাংলাদেশ ব্যাংক বা সরকার কর্তৃক প্রণীত/গঠিত কোনো প্রণোদনা প্যাকেজ/বিশেষ তহবিলের আওতায় প্রদত্ত ঋণের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না; এবং
ছ) ব্যাংক কর্তৃক বর্ণিত সুবিধা প্রাপ্তির যোগ্য সকল ঋণ গ্রহীতাদের এ বিষয়ে অবহিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে, এ সুবিধা গ্রহণের জন্য ইচ্ছুক ঋণগ্রহীতাকে ব্যাংকে লিখিত আবেদন করতে হবে। ঋণগ্রহীতার আবেদন প্রাপ্তি সাপেক্ষে এ সুবিধা প্রদান করতে হবে।

বিস্তারিত জনাতে এখানে ক্লিক করুন

About admin

DMCA.com Protection Status