Breaking News
Home / দরকারী / স্থানীয় কর্তৃপক্ষ যেমন সিটি কর্পোরেশন, জেলা ,উপজেলা , ইউনিয়ন পরিষদ , পৌরসভার যে কোন আমানতের উপর ২০% হারে উৎসে কর কর্তন করার নির্দেশনা জারী

স্থানীয় কর্তৃপক্ষ যেমন সিটি কর্পোরেশন, জেলা ,উপজেলা , ইউনিয়ন পরিষদ , পৌরসভার যে কোন আমানতের উপর ২০% হারে উৎসে কর কর্তন করার নির্দেশনা জারী

স্থানীয় কর্তৃপক্ষ বলতে কি বুঝায়?

আয়কর আইন ২০২৩ অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ কোম্পানী হিসাবে বিবেচিত হবে। স্থানীয় কর্তৃপক্ষ বলতে, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং  ইউনিয়ন পরিষদ কে বুঝাবে। এই সকল স্থানীয় কর্তৃপক্ষের যে কোন প্রকারের আমানতের উপর সুদ বা মুনাফা প্রদানের সময় প্রদত্ত সুদ বা মুনাফার উপর ২০% হারে উৎসে কর কর্তন করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড বিগত ৩১ মার্চ ২০২৪ তারিখে ০৮.০১.০০০০.০৩০.২২.০০৫.২০.৫৯ সংখ্যক পত্র দ্বারা এ বিষয়ে স্পষ্টীকরণ সার্কুলার জারী করেছে।

কত শতাংশ হারে উৎসে কর কর্তন করতে হবে?

আ্য়কর আইন, ২০২৩ এর ধারা ১০২(১) অনুযায়ী আয়কর আইন ,২০২৩ বা বাংলাদেশে বলবৎ অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন, বাংলাদেশে বসবাসকারী ( নিবাসী) ব্যক্তিকে কোন ব্যাংক, কোন কো অপারেটিভ ব্যাংক, ইসলামী নীতিমালা মোতাবেক পরিচালিত কোন ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বা কোন লিজিং কোম্পানী বা কোন হাউজিং ফাইন্যান্স কোম্পানী , কোন সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত বা মেয়াদী আমানত বা অন্য কোন রকম বা প্রকার আমানতের বিপরীতে কোন বা মুনাফা প্রদান করলে, সুদ বা মুনাফা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি , সুদ বা মুনাফা , কোন ব্যক্তির হিসাবে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশোধের সময় , যেটি পূর্বে ঘটে , উৎসে কর কর্তনপূর্বক সরকারী কোষাগারে জমা করবেন। উক্ত সুদ বা মুনাফা যদি কোম্পানী করদাতা কর্তৃক গৃহীত হয়, তবে ২০% হারে উৎসে কর কর্তন করতে হবে। যেহেতু, স্থানীয় কর্তৃপক্ষ কোম্পানীর সংজ্ঞাভুক্ত, সেহেতু স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সুদ বা মুনাফার ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার হবে ২০% । তবে, স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক, রিটার্ণ দাখিলের প্রমাণক উপস্থাপন করতে না পারলে তার ব্যর্থতায় ৫০% অতিরিক্ত হারে উৎসে কর কর্তন করা যাবে না।

About admin

Check Also

ব্যাংক হতে ঋণ নিতে লাগবে আঙ্গুলের ছাপ

এখন থেকে ব্যাংক হতে ঋণ নিতে লাগবে আঙ্গুলের ছাপ। একইসাথে ঋণ ডকুমেন্ট তৃতীয় পক্ষীয় জামিনাদাতাকে …

DMCA.com Protection Status