মালয়েশিয়া পাম ওয়েল রপ্তানীতে ১০ শতাংশ শুল্ক বহাল রেখেছে।

মালয়েশিয়া অপরিশোধিত পাম অয়েল রফতানিতে ১০ শতাংশ শুল্ক বহাল রেখেছে । গত বুধবার মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে  বলে বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে।

তবে দেশটি এ সময় পাম অয়েলের রেফারেন্স মূল্য বাড়িয়েছে । মালয়েশিয়া বিশ্বের ২য় বৃহত্তম পাম ওয়ের রপ্তানীকারক দেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল রফতানিকারক এই দেশটি এপ্রিলের জন্য প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য ৪ হাজার ৫৪৭ দশমিক ৭৯ রিঙ্গিত নির্ধারণ করেছে । অন্যদিকে, মার্চে এ রেফারেন্স মূল্য ছিল টনপ্রতি ৪ হাজার ৩৯০ দশমিক ৩৭ রিঙ্গিত। রফতানি শুল্ক কাঠামো অনুযায়ী, প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের জন্য ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৪০০ রিঙ্গিত মূল্যের সীমার মধ্যে শুল্ক হার ৩ শতাংশ থেকে শুরু হয়। তবে টনপ্রতি মূল্য ৪ হাজার ৫০ রিঙ্গিতের বেশি হলে সর্বোচ্চ শুল্ক হার ১০ শতাংশ নির্ধারণ করা হয়।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ টানা পাঁচ মাসের মতো কমেছে । সম্প্রতি এক প্রতিবেদনে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি) জানায়, ফেব্রুয়ারির শেষে দেশটিতে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৪ দশমিক ৩১ শতাংশ কমে ১৫ লাখ ১০ হাজার টনে কমে এসেছে, যা ২০২৩ সালের এপ্রিলের পর থেকে সর্বনিম্ন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ

সূত্রঃ বণিক বার্তা ২২.০৩.২০২৫

Scroll to Top