মেয়াদপূর্তির র্পূবে নগদায়ন করলে উর্পযুক্ত ছকে উল্লখিতি হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে র্কতন করে সমন্বয়র্পূবক অবশষ্টি মূল টাকা পরশিোধ করা হব।
উৎসে করঃ ৫-বছর মেয়াদী বাংলাদশে সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভত্তিকি সঞ্চয়পত্র ও পরবিার সঞ্চয়পত্রে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা র্পযন্ত র্সবমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% হারে এবং এর অধিক বিনিয়োগের মুনাফার উপর ১০% হারে উৎসে কর র্কতন করা হয়।
যারা ক্রয় করতে পারবনেঃ
(ক) ১৮ (আঠার) ও তর্দুধ্ব বয়সরে যে কোন বাংলাদশেী মহিলা
(খ) যে কোন বাংলাদেশী শারিরিক প্রতিবন্ধি (পুরুষ ও মহিলা) এবং
(গ) ৬৫ (পয়ষট্টি) ও তদূধর্ব বয়সের যে কোন বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক।
ক্রয়ের র্ঊধ্বসীমাঃ একক নামে সর্বচ্চো ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকা।
অন্যান্য সুবিধাঃ
(ক) মাসিকভিত্তিতে মুনাফা প্রদান;
(খ) নমিনি নিয়োগ বা পরিবর্তন বা বাতিল করা যায়;
(গ) সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ র্পূণ হওয়া র্পযন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারনে।
তবে, ৫ (পাঁচ) বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে সমন্বতিভাবে একক নামে র্সবোচ্চ ৫০ লক্ষ টাকা অথবা যুগ্মনামে র্সবোচ্চ ১ কোটি টাকা বিনিয়োগ করা যাবে। তবে, পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যায় না।